মনে রাখবেন
এই ব্যবহার বিধি Windows ও Mac উভয়ের জন্য
এই ব্যবহার বিধিতে ব্যবহার করা Pocketalk subtitles-এর স্ক্রিনশটগুলি হলো Windows-এর, কিন্তু Mac-এরও প্রত্যেকটি স্ক্রিনের কনফিগারেশন একই, যদি না পক্ষান্তরে উল্লেখ করা হয়।
ইনস্টলেশন
আপনার কম্পিউটারে ডেডিকেটেড প্রোগ্রাম ইনস্টল করে “Pocketalk subtitles” ব্যবহার করা হয়।
প্রস্তুতি
- কম্পিউটার
- ওয়েব ক্যামেরা*
* আপনার কম্পিউটারে যদি আগে থেকেই ক্যামেরা থাকে, তাহলে আপনাকে এটি আলাদাভাবে প্রস্তুত করার প্রয়োজন নেই।
ইনস্টল করা
যে কম্পিউটারে আপনি Pocketalk subtitles ব্যবহার করবেন সেখানে ইনস্টলারটি ডাউনলোড করুন
ইনস্টলারটি ডাউনলোড পেজে পাবেন।ডাউনলোড করা ইনস্টলারটি চালু করুন
নির্দেশাবলী অনুসরণ করুন এবং অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন। প্রদর্শিত [Welcome to Pocketalk Subtitles (Pocketalk Subtitles-এ স্বাগতম)] ডায়ালগে, অ্যাপ্লিকেশনটি ব্যবহার শুরু করতে একটি বোতাম নির্বাচন করুন।- আপনার কাছে সিরিয়াল কোড থাকলে [Enter the code (কোডটি লিখুন)] নির্বাচন করুন।
মনে রাখবেন
Microsoft Visual Studio C++ 2019 পুনরায় বিতরণযোগ্য প্যাকেজ (x86) এবং (x64) ইনস্টল করুন যদি আপনাকে এটি করার নির্দেশ দেয় এমন একটি বার্তা প্রদর্শিত হয় (শুধুমাত্রা Windows-এ)।
Pocketalk subtitles ব্যবহার করা
কম্পিউটারে অনুবাদ করা
Pocketalk subtitles ব্যবহার করা (1/3)
ইনস্টল করা Pocketalk subtitles চালু করুন
অনু্বাদের ভাষা বেছে নিন
যে দিকে তীর চিহ্ন আছে সেদিকে অনুবাদ হয়ে যাবে।
মনে রাখবেন
আপনি একই সময়ে সর্বাধিক দুইটি ভাষায় অনুবাদ করতে পারবেন যেমন: ইংরেজি থেকে স্প্যানিশ এবং চীনা ভাষায়।
আমি দুইটি ভাষায় অনুবাদ করতে চাই
টেলিকনফারেন্স পরিষেবা ব্যবহার করা (2/3)
কম্পিউটারের মাধ্যমে টেলিকনফারেন্সে যোগদান
মনে রাখবেন
আপনি যদি একটি ওয়েব ব্রাউজারের মাধ্যমে টেলিকনফারেন্সে যোগদান করেন, তাহলে আপনি টেলিকনফারেন্স পরিষেবার উপর নির্ভর করে Pocketalk subtitles ব্যবহার করতে সক্ষম নাও হতে পারেন। এই ক্ষেত্রে, আপনার কাঙ্ক্ষিত টেলিকনফারেন্স পরিষেবার একটি ডেস্কটপ সংস্করণ ব্যবহার করুন।
আপনার টেলিকনফারেন্স পরিষেবার ক্যামেরা সেটিংসে, [Pocketalk Pair] নির্বাচন করুন
নিশ্চিত করুন যে “POCKETALK” লোগো আপনার ক্যামেরার ছবিতে প্রদর্শিত হয়েছে।
অনুবাদ করা (3/3)
Pocketalk subtitle-এর [Talk while pressing the talk button (কথা বলার বোতাম চাপার সময় কথা বলুন)] চেপে ধরার সময় আপনার কম্পিউটারের মাইক্রোফোনে কথা বলুন অথবা আপনার কীবোর্ডের স্পেসবারটি চেপে ধরুন (আপনার কথা বলা হয়ে গেলে বোতাম বা স্পেসবারটি ছেড়ে দিন)
আপনার কথা বলা শব্দের অনুবাদ আপনার ক্যামেরার ইমেজে সাবটাইটেল হিসেবে প্রদর্শিত হবে।
মনে রাখবেন
- কথা বলার পরিবর্তে অনুবাদের টেক্সটটি লিখতে Pocketalk subtitle-এর হোম স্ক্রিনে থাকা ক্লিক করুন।
- আপনি নিজের Pocketalk-এ এটি লিঙ্ক করেও অনুবাদ করতে পারবেন।
Pocketalk ব্যবহার করে অনুবাদ করা
Pocketalk subtitles থেকে বেড়িয়ে যান
আপনি সেটিংস স্ক্রিন বন্ধ করলেও Pocketalk subtitles রেসিডেন্ট সফটওয়্যার হিসেবে চলতে থাকে।
Pocketalk subtitles শেষ করতে নিচের ধাপগুলি অনুসরণ করুন।
- Windows: টাস্ক বারে এ ডান ক্লিক করুন এবং [Exit (সমাপ্ত)] বেছে নিন।
- Mac: মেনু বারে [PockeTalkSubtitles] নির্বাচন করুন।
মনে রাখবেন
Windows-এ, আপনি যদি টাস্ক বারে না পান, তাহলে ক্লিক করুন।
Pocketalk ব্যবহার করে অনুবাদ করা
মনে রাখবেন
এই ফাংশনটি 31 আগস্ট, 2022 এ বন্ধ করা হবে।
Pocketalk subtitles ও Pocketalk ব্যবহার করা (1/3)
ইনস্টল করা Pocketalk subtitles চালু করুন
Pocketalk-এ - [Settings (সেটিংস)] - [Screen sharing (স্ক্রিন শেয়ার)]-এ ট্যাপ করুন
Pocketalk-এ [Screen sharing (স্ক্রিন শেয়ার)] স্ক্রিনে, [OFF (বন্ধ) ] ও পরে [ON (চালু) ] ট্যাপ করুন
[Screen sharing (স্ক্রিন শেয়ার)] [ON (চালু) ] হওয়ার পর তিন ঘণ্টা মেয়াদ থাকে
মনে রাখবেন
আপনি [Discard the displayed content in 3 hours (3 ঘণ্টার মধ্যে প্রদর্শিত সামগ্রী বাতিল করুন)] (আইকন এ পরিবর্তন করে) এ ট্যাপ করে [Screen sharing (স্ক্রিন শেয়ার)] [OFF (বন্ধ) ] না করা পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
ইনস্টল করা Pocketalk subtitles-এ Pocketalk [Screen sharing (স্ক্রিন শেয়ার)] স্ক্রিনে প্রদর্শিত [Shared number (শেয়ার করা নম্বর)] ও [Password (পাসওয়ার্ড)] লিখুন এবং [Connect (সংযোগ)] ক্লিক করুন
Pocketalk-এ [Screen sharing (স্ক্রিন শেয়ার)] স্ক্রিন
Pocketalk subtitles-এ [Audio input (অডিও ইনপুট)] স্ক্রিন
[Use Poketalk (Pocketalk-এর ব্যবহার)] ক্লিক করুন এবং প্রদর্শিত ফিল্ডগুলি পূরণ করুন।
যদি কোনো বার্তা দেখায় যে সংযোগটি সফল হয়েছে, সংযোগ সম্পন্ন হয়েছে।
টেলিকনফারেন্স পরিষেবা ব্যবহার করা (2/3)
কম্পিউটারের মাধ্যমে টেলিকনফারেন্সে যোগদান
মনে রাখবেন
আপনি যদি একটি ওয়েব ব্রাউজারের মাধ্যমে টেলিকনফারেন্সে যোগদান করেন, তাহলে আপনি টেলিকনফারেন্স পরিষেবার উপর নির্ভর করে Pocketalk subtitles ব্যবহার করতে সক্ষম নাও হতে পারেন। এই ক্ষেত্রে, আপনার কাঙ্ক্ষিত টেলিকনফারেন্স পরিষেবার একটি ডেস্কটপ সংস্করণ ব্যবহার করুন।
আপনার টেলিকনফারেন্স পরিষেবার ক্যামেরা সেটিংসে, [Pocketalk Pair] নির্বাচন করুন
নিশ্চিত করুন যে “POCKETALK” লোগো আপনার ক্যামেরার ছবিতে প্রদর্শিত হয়েছে।
অনুবাদ করা (3/3)
চাপুন ও ধরে রাখুন এবং যখন আপনি একটি বীপ শব্দ শুনতে পান তখন ইউনিটের সাথে কথা বলুন (আপনার কথা বলা শেষ হলে বোতাম থেকে আপনার আঙুলটি ছেড়ে দিন)
আপনার কথা বলা শব্দের অনুবাদ আপনার ক্যামেরার ইমেজে সাবটাইটেল হিসেবে প্রদর্শিত হবে।
মনে রাখবেন
আপনি Pocketalk ব্যবহার না করেই নিজের কম্পিউটার থেকে ভয়েস ইনপুট করে অথবা কীবোর্ডের মাধ্যমে টেক্সট ইনপুট করেও অনুবাদ করতে পারবেন।
কম্পিউটারে অনুবাদ করা
Pocketalk subtitles থেকে বেড়িয়ে যান
আপনি সেটিংস স্ক্রিন বন্ধ করলেও Pocketalk subtitles রেসিডেন্ট সফটওয়্যার হিসেবে চলতে থাকে।
Pocketalk subtitles শেষ করতে নিচের ধাপগুলি অনুসরণ করুন।
- Windows: টাস্ক বারে এ ডান ক্লিক করুন এবং [Exit (সমাপ্ত)] বেছে নিন।
- Mac: মেনু বারে [PockeTalkSubtitles] নির্বাচন করুন।
মনে রাখবেন
Windows-এ, আপনি যদি টাস্ক বারে না পান, তাহলে ক্লিক করুন।
বহুল জিজ্ঞাসিত প্রশ্নাবলী
- আমি দুইটি ভাষায় অনুবাদ করতে চাই
- ক্যামেরা ইমেজ বা সাবটাইটেল ডিসপ্লে ধীর গতির
- আমি সাবটাইটেলের ডিসপ্লে পজিশন পরিবর্তন করতে চাই
- আমি Pocketalk subtitles (সফটওয়্যার)-এর ডিসপ্লে ভাষা পরিবর্তন করতে চাই
- আমি সাবটাইটেল লুকাতে চাই
- আমি নিজের টেলিকনফারেন্স পরিষেবায় (শুধুমাত্র Windows-এ) Pocketalk subtitles-এর ক্যামেরার ছবি প্রদর্শন করতে পারছি না
আমি দুইটি ভাষায় অনুবাদ করতে চাই
আপনি একই সময়ে দুইটি ভাষা যেমন স্প্যানিশ এবং চীনা ভাষায় অনুবাদ করতে পারবেন।
- [Subtitles (সাবটাইটেল)] - [Show subtitles (সাবটাইটেল ডিসপ্লে)] থেকে [Full-page (two languages) (পূর্ণ-পেজ (দুইটি ভাষা))] নির্বাচন করুন এবং আপনি Pocketalk subtitles-এ দুইটি ভাষা নির্বাচন করতে পারবেন।
Pocketalk subtitle-এর হোম স্ক্রিনে ফিরে যেতে নিচের ধাপগুলি অনুসরণ করুন।
- Windows: স্ক্রিনের উপরের ডান কোণের এ ক্লিক করুন।
- Mac: টাইটেল বারে এ ক্লিক করুন।
মনে রাখবেন
আপনি নিজের কম্পিউটারের মাইক্রোফোন থেকে ইনপুট করলেই শুধুমাত্র [Full-page (two languages) (পূর্ণ-পেজ (দুইটি ভাষা))] ব্যবহার করতে পারবেন।
ক্যামেরা ইমেজ বা সাবটাইটেল ডিসপ্লে ধীর গতির
Pocketalk subtitles-এর ক্যামেরা ইমেজ সাইজ কমিয়ে এটি উন্নত হতে পারে।
Pocketalk subtitles-এ - [Video settings (ভিডিও সেটিংস)] - [Resolution (রেজোলিউশন)] থেকে আপনি ডিসপ্লে সাইজ পরিবর্তন করতে পারবেন।
Pocketalk subtitle-এর হোম স্ক্রিনে ফিরে যেতে নিচের ধাপগুলি অনুসরণ করুন।
- Windows: স্ক্রিনের উপরের ডান কোণের এ ক্লিক করুন।
- Mac: টাইটেল বারে এ ক্লিক করুন।
আমি সাবটাইটেলের ডিসপ্লে পজিশন পরিবর্তন করতে চাই
আপনি সাবটাইটেলের ডিসপ্লে পজিশন পরিবর্তন করতে পারেন।
Pocketalk subtitles-এ - [Subtitles (সাবটাইটেল)] - [Show subtitles (সাবটাইটেল দেখান)] থেকে আপনি অবস্থান পরিবর্তন করতে পারবেন।
Pocketalk subtitle-এর হোম স্ক্রিনে ফিরে যেতে নিচের ধাপগুলি অনুসরণ করুন।
- Windows: স্ক্রিনের উপরের ডান কোণের এ ক্লিক করুন।
- Mac: টাইটেল বারে এ ক্লিক করুন।
মনে রাখবেন
Windows-এ, আপনি সাবটাইটেল ইনপুট টেক্সটের প্রদর্শনের গতি পরিবর্তন করতে পারেন: [Displaying speed of subtitles (সাবটাইটেল প্রদর্শনের গতি)]
আমি Pocketalk subtitles (সফটওয়্যার)-এর ডিসপ্লে ভাষা পরিবর্তন করতে চাই
Pocketalk subtitles-এ - [General settings (সাধারণ সেটিংস)] - [Language (ভাষা)] থেকে আপনি ভাষা পরিবর্তন করতে পারবেন।
Pocketalk subtitle-এর হোম স্ক্রিনে ফিরে যেতে নিচের ধাপগুলি অনুসরণ করুন।
- Windows: স্ক্রিনের উপরের ডান কোণের এ ক্লিক করুন।
- Mac: টাইটেল বারে এ ক্লিক করুন।
আমি সাবটাইটেল লুকাতে চাই
আপনার টেলিকনফারেন্স পরিষেবার ক্যামেরা সেটিংটি আপনার কম্পিউটারের ক্যামেরায় স্যুইচ করুন অথবা Pocketalk subtitles শেষ করুন।
Pocketalk subtitles থেকে বেড়িয়ে যান
আমি নিজের টেলিকনফারেন্স পরিষেবায় (শুধুমাত্র Windows-এ) Pocketalk subtitles-এর ক্যামেরার ছবি প্রদর্শন করতে পারছি না
হয়ত Pocketalk subtitles শুরু হয়নি অথবা Pocketalk subtitles-এর আগে টেলিকনফারেন্স পরিষেবা শুরু হতে পারে।
নিচের ধাপগুলি দেখুন এবং হয়ত এটি উন্নত হয়েছে।
- Pocketalk subtitles-এর ক্যামেরার যে ছবিটি দেখানো যায়নি সেটির জন্য টেলিকনফারেন্স পরিষেবা বন্ধ করুন (আপনার যদি Pocketalk subtitles চালু থাকে, তাহলে সেটিও বন্ধ করুন)।
Pocketalk subtitles থেকে বেড়িয়ে যান
মনে রাখবেন
যদি আপনি নিজের ওয়েব ব্রাউজারে টেলিকনফারেন্স পরিষেবা ব্যবহার করেন, তাহলে শুধুমাত্র ট্যাব বা উইন্ডো নয়, পুরো ব্রাউজারটি বন্ধ করুন।
- Pocketalk subtitles শুরু করুন।
Pocketalk subtitles-এ ক্যামেরার ছবি দেখা যায় কিনা সেটি নিশ্চিত করুন।
- আপনি যেখানে Pocketalk subtitles ব্যবহার করতে চান সেখানে টেলিকনফারেন্স পরিষেবা শুরু করুন।
আপনার টেলিকনফারেন্স পরিষেবার ক্যামেরা সেটিংস থেকে [Pocketalk Pair] বেছে নিন এবং নিশ্চিত করুন যে Pocketalk subtitles-এ ক্যামেরার ছবি দেখা যায়।
মনে রাখবেন
আপনি নিজের কম্পিউটার চালু করার সময় Pocketalk subtitles সেট করে এই ধরনের অসুবিধা কমাতে পারেন।
- [General (সাধারণ)]-এ গিয়ে [Start up automatically when the PC is turned on (PC চালু করার সময় স্বয়ংক্রিয়ভাবে শুরু)] বিকল্পটি দেখে নিন এবং আপনার টেলিকনফারেন্স পরিষেবার আগে Pocektalk susbtitles শুরু হবে।